নেত্রকোনা : জেলার পূর্বধলা উপজেলার হিরণপুরস্থ সরকারি খাদ্য গুদামে হামলা চালিয়ে ফজলুর রহমান নামক এক ব্যক্তি। হামলায় গুদামের কিছু অংশ ভেঙ্গে গেছে। বাকি অংশ ভাঙ্গার পাঁয়তারা চালানোরও অভিযোগ ওঠেছে তার বিরুদ্ধে। আর এরই প্রেক্ষিতে খাদ্য গুদামটি রক্ষায় এলাকাবাসী জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদন জানিয়েছেন।
খাদ্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে ১৯৭৯ সালে সরকারিভাবে হিরণপুর বাজারে ২৫০ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি খাদ্য গুদাম নির্মাণ করা হয়।
নির্মাণের পর থেকেই অত্র অঞ্চলের কৃষক ও ব্যবসায়ীরা সেখানে ধান চাল সরবরাহ ও মজুত রাখতো। খাদ্য গুদামের সামনে জনস্বার্থে সরকারিভাবে সেখানে একটি টিউবওয়েল স্থাপন ও শৌচাগার নির্মাণ করা হয়।
সম্প্রতি হিরণপুর বাজারের মৃত আলাল উদ্দিনের পুত্র প্রভাবশালী ফজলুর রহমান শ্রমিক লাগিয়ে খাদ্য গুদাম ভাঙ্গার কাজ শুরু করে। স্থানীয় লোকজন বিষয়টি পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি ঘটনাস্থলে পৌঁছে গুদাম ভাঙ্গার কাজ বন্ধের নির্দেশ দেন।
ফজলুর রহমান দাবি করেন, এই জায়গাটি ওয়ারিশ সূত্রে আদালতের ডিগ্রী পেয়েছেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি সুষ্ঠু তদন্ত পূর্বক প্রতিবেদন দেয়ার জন্য নারান্দিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে নির্দেশ দেন।
ভূমি অফিসের সার্ভেয়ার জাহাঙ্গীর হোসেন তদন্ত করতে গিয়ে দেখেন উক্ত জায়গায় ফজলুর রহমানের কোনকালেও দখলে ছিল না।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান