ঢাকা: জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা) রায় পুনর্বিবেচনার আবেদনে (রিভিউ) যুক্তিগুলো সঠিকভাবে বিবেচনা করা হলে মৃত্যুদণ্ড বাতিল হবে।
আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন মুজাহিদ ও সাকা চৌধুরীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। জামায়াত ও বিএনপির দুই নেতার রিভিউ আবেদনের পর সুপ্রিম কোর্ট মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে খন্দকার মাহবুব বলেন, ‘মুজাহিদের বিরুদ্ধে দুজন সাক্ষ্য দিয়েছিল। তাঁরাও বলেছে, মুজাহিদ আলবদর বাহিনীর প্রধান ছিলেন না। মুক্তিযুদ্ধকালে উনার (মুজাহিদ) বয়স মাত্র ১৩-১৪ বছর ছিল। তিনি প্রত্যক্ষভাবে হত্যা, ধর্ষণ করেছেন এমন কোনো তথ্য-উপাত্ত উপস্থাপন করতে পারেনি। এমনকি তদন্ত কর্মকর্তাও বলেছেন, মুজাহিদ আলবদর ও আলশামস বাহিনীতে ছিলেন বলে তিনি কোনো তথ্য পাননি।’
খন্দকার মাহবুব আরো বলেন, “রিভিউতে আমরা মুনতাসীর মামুনের একটি বই উপস্থাপন করেছি, যেখানে লেখা রয়েছে, ‘জেনারেল নিয়াজী এবং জেনারেল ফরমান আলী বলেছেন, আলবদর এবং আলশামস উনাদের অধীনে ছিল। উনাদের নির্দেশ অনুযায়ী কাজ করেছে।’ কিন্তু মুজাহিদ এ বাহিনীর প্রধান ছিলেন এমন কোনো তথ্য-উপাত্ত নেই।”
সাকা চৌধুরীর রিভিউয়ের বিষয়ে খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘সাকা চৌধুরী মুক্তিযুদ্ধকালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ছিলেন। তিনি চট্টগ্রামে ছিলেন না। এ বিষয়গুলো বিবেচনায় নিয়ে আদালত মৃত্যুদণ্ড বাতিল করবেন বলে আমরা আশা করি।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আরো বলেন, এরই মধ্যে জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে মৃত্যুদ- বাতিলের বিষয়ে সরকারকে বলা হয়েছে।
সংবাদ সম্মেলনে খন্দকার মাহবুব হোসেনের সঙ্গে ছিলেন আইনজীবী শিশির মনির, সাইফুর রহমান প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান