বাংলার খবর২৪.কম : প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের করা ৪৮৪ রানের জবাবে প্রথম ইনিংসে মাত্র ১৮২ রান সংগ্রহ করে বাংলাদেশ।ফলোঅনে পড়ে সফরকারীরা। দ্বিতীয় ইনিংসেও একই দসা টাইগারদের। ইনিংস হারের লজ্জা এড়াতে ৩০২ রানের বিপরীতে খেলতে নেমে ১০৭ রান তুলতেই টপ অর্ডারের ৪ ব্যাটসম্যান সাজঘরে।সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল স্টেডিয়ামে ক্যারিবীয় ব্যাটসম্যানরা বাংলাদেশের স্পিনারদের বিপক্ষে অনায়সে ব্যাটিং করেছেন। কিন্তু একই উইকেটে বিপরীত চিত্র বাংলাদেশের ইনিংসে। স্পিনারদের দাপটে আসা-যাওয়ার মিছিলে ব্যাটসম্যানরা।প্রথম ইনিংসে সুলায়মান বেন ৫টি ও ব্ল্যাকউড ২টি উইকেট নেন। সোমবার দ্বিতীয় ইনিংসেও বেনের দাপট। তবে শুরুটা করেন পেসার কেমার রোচ।দলীয় ১১ রানে শামসুর রহমান ৪ রানে উইকেটের পেছনে ক্যাচ দেন। দ্বিতীয় উইকেটে রান খরায় থাকা তামিম ও ইমরুল ৭০ রান যোগ করেন।এই জুটি ভাঙ্গেন পার্ট টাইম বোলার ক্রিস গেইল। ৭২ বলে ২৫ রান করা ইমরুল অহেতুক শট খেলতে গিয়ে গেইলের শিকার হন।প্রথম ইনিংসে অর্ধশতকের দেখা পাওয়া মুমিনুল দ্বিতীয় ইনিংসেও ভালো শুরুর ইঙ্গিত দেন। কিন্তু দলীয় ১০৪ রানে বেনের বলে ড্রাইভ করতে গিয়ে রামদিনের হাতে ক্যাচ তুলে দেন। ২৬ বলে ২ বাউন্ডারিতে ১২ রান করেন মুমিনুল।শেষ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরেছেন তামিম। টেস্টে পাঁচ ইনিংস পর অর্ধশতকের দেখা পাওয়া তামিম বেনের দ্বিতীয় শিকারে পরিণত হন। বাহাতি এই স্পিনারের ঘূর্ণিতে তামিমের ইনিংস ৫৩ রানে থেমে যায়। ১০৭ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৫৩ রান করেন ড্যাশিং এই ওপেনার।পঞ্চম উইকেটে ঘুরে দাঁড়ানোর চেস্টা করছে বাংলাদেশ। মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ দলকে এগিয়ে নিচ্ছেন। এই জুটির সংগ্রহ ৭১ রান। স্কোরবোর্ডে সংগ্রহ মাত্র ১৭৮। মুশফিকুর রহিম ৩১ ও মাহমুদুল্লাহ রিয়াদ ৩৮ রানে ব্যাটিং করছেন। তবে মুশফিকুর রহিম দুবার জীবন পেয়েছেন। স্লিপে ১০ রানে গেইল এবং ২৫ রানে ব্রাভো মুশফিকের ক্যাচ ছাড়েন। ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামাতে হলে এখনো ১২৪ রান করতে হবে মুশফিকের দলের
শিরোনাম :
দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৩:২৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০১৪
- ১৬৪৯ বার
Tag :
জনপ্রিয় সংবাদ