ঢাকা: হত্যার ১৬ দিন পর ইতালির নাগরিক তাবেলা সিজারের লাশ আগামীকাল বুধবার সকালে ইতালিতে নেওয়া হচ্ছে। সিজারের লাশ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ মর্গের হিমঘরে রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ইতালীয় দূতাবাস লাশ নিয়ে যাওয়ার বিষয়টি পুলিশকে জানিয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক মোজাম্মেল হক বলেছেন, সন্ধ্যায় ইতালীয় দূতাবাস থেকে ফোন করে সিজারের লাশ দেশে নেওয়ার কথা বলা হয়েছে। এ জন্য কাল বুধবার সকাল সাড়ে আটটার দিকে মর্গের সামনে পুলিশ উপস্থিত থাকতে বলা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান