সাতক্ষীরা: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিন্হা বলেছেন, আমাদের দেশের অনেক আইনেই মরিচা ধরেছে। ১৮৬০ সালের ঔপনিবেশিক আইনের মাধ্যমে আধুনিক কল্যাণকর রাষ্ট্র গঠন সম্ভব নয়। এসব সিআরপিসি আইনের ৪০ ভাগই অকার্যকর হয়ে পড়েছে।
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি ভবনে আইনজীবীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমি দৃঢ়তার সাথে ঘোষণা করছি বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। বর্তমানে বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগের কোন চাপ নেই। আইনের দৃষ্টিতে বিচারপ্রার্থী বিচারপ্রার্থীই। কে বিএনপি, কে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি অথবা জামায়াত এটা বিচারকের কাছে মুখ্য বিষয় নয়।
তিনি বলেন, বর্তমানে চলমান বিচার বিভাগের সংস্কার হলে জনগণের আস্থা ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আবুল হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা ও দায়রা জজ জোয়ার্দ্দার আমিররুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. এস এম হায়দার আলী, পিপি এড. ওসমান গনি, জিপি এড. গাজী লুৎফর রহমান প্রমুখ। এর আগে মঙ্গলবার সকালে সাতক্ষীরা আদালতের বিচারিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।
প্রধান বিচারপতি সোমবার সন্ধ্যায় সাতক্ষীরা সার্কিট হাউসে পৌঁছান। সেখানে অনুষ্ঠিত বিচার বিভাগীয় সম্মেলনে তিনি বলেন, আমাদের দেশের অনেক আইনেই মরিচা ধরেছে। ১৮৬০ সালের ঔপনিবেশিক আইনের মাধ্যমে আধুনিক কল্যাণকর রাষ্ট্র গঠন সম্ভব নয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান