রাজবাড়ী: জেলা সদরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পুলিশ সদস্যসহ অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে দৌলতদিয়া-কুষ্টিয়া মহাসড়কের আলীপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামেএ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে পুলিশ সদস্য আসলামের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত পুলিশ সদস্য আসলাম গোয়ালন্দ ঘাট থানায় কনস্টেবল হিসেবে কর্মরত।
আহতদের উদ্ধার করে স্থানীয়রা রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেসে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. সৈরভ শিকদার জানান, পুলিশ সদস্য আসলামের মাথায় ও কানে গুরুতর জখম হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত বাসযাত্রী আ. রশীদ বলেন, ‘রাজবাড়ী থেকে দৌলতদিয়া যাওয়ার জন্য মুরগি ফার্ম থেকে বাসে ওঠেন তিনি। ফেলুর দোকানের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়।’
সহকারী পুলিশ সুপার (সার্কেল) রবিউল ইসলাম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শনের পর আহতদের খোঁজ খবর নেয়া হচ্ছে।