ঢাকা: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ বলেছেন, ‘আমরা এদেশে দারিদ্র্য, দুঃখ ও বঞ্চনা দেখতে চাই না। বর্তমানে আমাদের দেশে দারিদ্র্যের হার ২৫ ভাগেরও নীচে। আর ৭৫ ভাগ লোক সক্ষম। তারা যদি একটি করে পোশাক দেন, তবে প্রতিটি দরিদ্র লোক তিনটি করে পোশাক পাবে।’
বৃহস্পতিবার কমলাপুর রেলওয়ে স্টেশনে সুবিধাবঞ্চিত শিশু, দুস্থ ও অস্বচ্ছল লোকদের মাঝে পোশাক ও ঈদ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রাণ আপ ভালোবাসার বাংলাদেশ এবং রেডিও ঢাকা এফএম ৯০.৪ আয়োজিত ঈদের পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান, প্রাণ আপ ভালোবাসার বাংলাদেশের গুরুখ্যাত এহতেশাম, ঢাকা এফএম ৯০.৪ এর চেয়ারম্যান ডলি ইকবাল ও প্রাণ আপের ব্রান্ড ম্যানেজার মনিরুল ইসলাম।
‘এগিয়েছি বহুদূর, যেতে হবে বহুদূর’-এহতেশামের এমন বক্তব্যের সূত্র ধরে বেনজীর আহমেদ বলেন, ‘বাংলাদেশ সব সমালোচনা ও সব নেতিবাচক প্রচারণাকে তুচ্ছ করে সমানে এগিয়ে যাচ্ছে। বহুদূর যাওয়ার জন্য দরকার ত্যাগ, তিতীক্ষা এবং কিছুএকটা করার তাগিদ। আমরা দেখেছি সব পেশার, সব বয়সের মানুষের মধ্যে এ তাগিদ রয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমরা যুদ্ধ করে স্বাধীনতা এনেছি। এখন দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধ করছি। আমরা চাইলে দারিদ্র্যের মানচিত্র মুহূর্তেই বদলে দিতে পারি।’
এ সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।