লালমনিরহাট : লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তে সদস্য বাড়িয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) রেড এ্যালাট জারি করেছে।
দুর্গাপুর সীমান্তে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অতিরিক্ত বিএসএফ সদস্য মোতায়েনের জন্য সার্চ লাইট দিয়ে নজরদারি শুরু হয়। খবর পেয়ে বিজিবি ওই সীমান্তে রেডএলার্ট জারি করে। এতে আতঙ্কিত হয়ে লোকজন বাড়ি-ঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছে।
লালমনিরহাট ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক কর্নেল বজলুর রহমান হায়াতির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে রাত ১২ টার সময় জানান, ‘আমি ঘটনাস্থলের দিকে রওনা হয়েছি। এ বিষয়ে পরে কথা হবে।’
দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান প্রামানিক জানান, সীমান্তে বিএসএফ শক্তি বৃদ্ধি করেছে। মুখোমুখি অবস্থানে আছে বিজিবি। তাই লোকজন আতঙ্কে সরে আসছে।
আদিতমারী থানার ওসি তদন্ত মো. আব্দুস সোবাহান জানান, বিজিবি’র পক্ষ থেকে রেডএলার্ট জারির কথা তাদের জানানো হয়েছে।
দুর্গাপুর ইউনিয়নের চওড়াটারী গ্রামের হোসেন আলী বলেন, ‘সন্ধ্যার পর থেকে বিএসএফ লাইট মেরে নজরদারি করায় আমরা বাড়ি ছেড়ে নিরাপদে সরে এসেছি।’
প্রসঙ্গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিএসএফের গুলি বর্ষণের ঘটনায় ১ জন নিহত ও নারীসহ ৪ জন বাংলাদেশী গুলিবিদ্ধ হয়েছেন। ওই রাতে উপজেলার দুর্গাপুর সীমান্তে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দু’জনকে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হলেও পরে অবস্থার অবনতি ঘটায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শুক্রবার ভোরে রহিম (৩৩) নামে একজনের মৃত্যু হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান