নওগাঁ: বাংলাদেশে দু’একজন বিদেশি হত্যার ঘটনায় ভারতবাসী ভীত নয় বলে জানিয়েছেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার সন্দীপ মিত্র। তিনি বলেন, দু’একজন বিদেশি নাগরিক হত্যায় ভারতীয় হিসেবে আমরা ভয় পাই না। কারণ আমরা জানি আমরা আমাদের বন্ধুদের মধ্যে আছি।
শনিবার দুপুরে নওগাঁ শহরের মুক্তি কমিউনিটি সেন্টারে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে আমরা সব সময় চাই বাংলাদেশের উন্নয়ন হোক। ১৯৭১ সালে পাকিস্তানীদের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের রক্তের সাথে ভারতীয় সেনাবাহিনীর রক্ত মিশে গেছে। তাই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কেবল বন্ধুত্বের নয় রক্তেরও। তাই বাংলাদেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাক ভারত তা মনে প্রানেই চায়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ড আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কমান্ডার হারুন-অল-রশিদ। সমাবেশে জাতীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য সাধন চন্দ্র মজুমদার এমপি, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, সাবক এমপি মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান এবং সহকারী হাই কমিশনার সন্দীপ মিত্রের সহধর্মীনি সীমা মিত্র বক্তব্য রাখেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান