অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের

এনামুলকে হত্যা করে লাশ রেললাইনের ওপর ফেলে দিয়েছে পুলিশ

যশোর: ঝিনাইদহের কালীগঞ্জে বৃহস্পতিবার সকালে বারোবাজার ফুলবাড়ি গেটে রেললাইনের ওপর থেকে এনামুল কবির (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। যশোর জেনারেল হাসপাতাল মর্গে তার স্ত্রী ও মেয়ে নিহতের লাশ শনাক্ত করেন।

তারা অভিযোগ করে বলেন, গত বৃহস্পতিবার রাতে এনামুলকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় ইছালী ক্যাম্পের পুলিশ। এরপর পুলিশ স্বীকারও করে, এনামুল তাদের হেফাজতে আছে। পুলিশ এনামুলকে হত্যা করে লাশ রেললাইনের ওপর ফেলে দেয়। তবে পুলিশ তাদের অভিযোগ অস্বীকার করেছে।

পুলিশ জানায়, নিহত এনামুল সর্বহারা পার্টির ক্যাডার। তার বিরুদ্ধে চেয়ারম্যান মোশাররফ হোসেন হত্যাসহ সন্ত্রাসী তৎপরতার অনেক অভিযোগ রয়েছে। এনামুল এক সময় সর্বহারা পার্টি করতেন বলে স্বীকার করেছেন তার ভাইও। শুক্রবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারের কাছে ফুলবাড়ি গেটে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়্

শনিবার সকালে ইছালীর মুক্তার আলীর ছেলে শার্শার নাভারণ কলেজের বাংলা বিভাগের শিক্ষক মাইনুল হাসপাতালে এসে তার বড় ভাই এনামুল কবিরের সন্ধানে। পরে তিনি লাশটি দেখে সন্দেহ হলে তিনি তার ভাবি শিউলি বেগম ও ভাইতিজি ঈশিতাকে খবর দেন। তারা হাসপাতালে এসে নিহত ব্যক্তির পোশাক দেখে লাশটি এনামুলের বলে শনাক্ত করেন।

বৃহস্পতিবার রাতে ইছালী পুলিশ ক্যাম্পের এএসআই রাসেল বাড়িতে গিয়ে এনামুলকে খোঁজ করেন বলে জানান তার স্ত্রী শিউলি।

তিনি বলেন, ‘গভীর রাতে পুলিশ এসেছে দেখে আমি দরজা খুলতে অস্বীকার করি। তখন পুলিশ জানায়, না খুললে দরজা ভেঙে ঘরে ঢোকা হবে। বাধ্য হয়ে ঘরের দরজা খুলে দিই। তখন এএসআই রাসেল, কনস্টেবল ইব্রাহিমসহ বেশ কয়েকজন এনামুলকে হাতকড়া পরিয়ে নিয়ে যান।ধরে নিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে পুলিশ বলে, জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। পরে ছেড়ে দেওয়া হবে।’

শিউলির অভিযোগ, ‘পুলিশ তার স্বামীকে ধরে নিয়ে পরিকল্পিতভাবে খুন করে লাশ রেললাইনের ওপর ফেলে রাখে। মুখম-ল এমনভাবে বিকৃত করে দেওয়া হয় যে, তাকে যেন কেউ চিনতে না পারে। কিন্তু পরনের লুঙ্গি ও জামা দেখে আমরা তাকে শনাক্ত করি। তবে পরিবারটির সদস্যদের এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, এনামুল নামে কাউকে পুলিশ আটক করেনি।

এনামুলের মেয়ে ঈশিতা বলেন, ‘শুক্রবার দুপুর পর্যন্ত বাবার খোঁজ না পেয়ে ইছালী পুলিশ ক্যাম্পে গিয়েছিলাম। সেখানে এএসআই রাসেলের কাছে জানতে চাইলে তিনি বলেছিলেন, ‘তোমার বাবাকে পুলিশ লাইনে নেওয়া হয়েছে। তাকে যথাসময়ে পাওয়া যাবে।

রেলওয়ে পুলিশের যশোর ফাঁড়ির ইনচার্জ এসআই মইনুল ইসলাম বলেন, শুক্রবার সকাল ৯টার দিকে মোবারকগঞ্জ জিআরপি ফাঁড়ি পুলিশ একটি মরদেহ উদ্ধার করে। মরদেহের মাথা থেঁতলানো ছিল। ফলে চেহারা দেখে চেনার উপায় ছিল না। এই ঘটনায় ওই ফাঁড়ির সদস্য হাবিবুল্লাহ খুলনা জিআরপি থানায় অজ্ঞাত লাশ উদ্ধার মর্মে একটি জিডি করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া

এনামুলকে হত্যা করে লাশ রেললাইনের ওপর ফেলে দিয়েছে পুলিশ

আপডেট টাইম : ০১:৩৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০১৫

যশোর: ঝিনাইদহের কালীগঞ্জে বৃহস্পতিবার সকালে বারোবাজার ফুলবাড়ি গেটে রেললাইনের ওপর থেকে এনামুল কবির (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। যশোর জেনারেল হাসপাতাল মর্গে তার স্ত্রী ও মেয়ে নিহতের লাশ শনাক্ত করেন।

তারা অভিযোগ করে বলেন, গত বৃহস্পতিবার রাতে এনামুলকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় ইছালী ক্যাম্পের পুলিশ। এরপর পুলিশ স্বীকারও করে, এনামুল তাদের হেফাজতে আছে। পুলিশ এনামুলকে হত্যা করে লাশ রেললাইনের ওপর ফেলে দেয়। তবে পুলিশ তাদের অভিযোগ অস্বীকার করেছে।

পুলিশ জানায়, নিহত এনামুল সর্বহারা পার্টির ক্যাডার। তার বিরুদ্ধে চেয়ারম্যান মোশাররফ হোসেন হত্যাসহ সন্ত্রাসী তৎপরতার অনেক অভিযোগ রয়েছে। এনামুল এক সময় সর্বহারা পার্টি করতেন বলে স্বীকার করেছেন তার ভাইও। শুক্রবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারের কাছে ফুলবাড়ি গেটে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়্

শনিবার সকালে ইছালীর মুক্তার আলীর ছেলে শার্শার নাভারণ কলেজের বাংলা বিভাগের শিক্ষক মাইনুল হাসপাতালে এসে তার বড় ভাই এনামুল কবিরের সন্ধানে। পরে তিনি লাশটি দেখে সন্দেহ হলে তিনি তার ভাবি শিউলি বেগম ও ভাইতিজি ঈশিতাকে খবর দেন। তারা হাসপাতালে এসে নিহত ব্যক্তির পোশাক দেখে লাশটি এনামুলের বলে শনাক্ত করেন।

বৃহস্পতিবার রাতে ইছালী পুলিশ ক্যাম্পের এএসআই রাসেল বাড়িতে গিয়ে এনামুলকে খোঁজ করেন বলে জানান তার স্ত্রী শিউলি।

তিনি বলেন, ‘গভীর রাতে পুলিশ এসেছে দেখে আমি দরজা খুলতে অস্বীকার করি। তখন পুলিশ জানায়, না খুললে দরজা ভেঙে ঘরে ঢোকা হবে। বাধ্য হয়ে ঘরের দরজা খুলে দিই। তখন এএসআই রাসেল, কনস্টেবল ইব্রাহিমসহ বেশ কয়েকজন এনামুলকে হাতকড়া পরিয়ে নিয়ে যান।ধরে নিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে পুলিশ বলে, জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। পরে ছেড়ে দেওয়া হবে।’

শিউলির অভিযোগ, ‘পুলিশ তার স্বামীকে ধরে নিয়ে পরিকল্পিতভাবে খুন করে লাশ রেললাইনের ওপর ফেলে রাখে। মুখম-ল এমনভাবে বিকৃত করে দেওয়া হয় যে, তাকে যেন কেউ চিনতে না পারে। কিন্তু পরনের লুঙ্গি ও জামা দেখে আমরা তাকে শনাক্ত করি। তবে পরিবারটির সদস্যদের এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, এনামুল নামে কাউকে পুলিশ আটক করেনি।

এনামুলের মেয়ে ঈশিতা বলেন, ‘শুক্রবার দুপুর পর্যন্ত বাবার খোঁজ না পেয়ে ইছালী পুলিশ ক্যাম্পে গিয়েছিলাম। সেখানে এএসআই রাসেলের কাছে জানতে চাইলে তিনি বলেছিলেন, ‘তোমার বাবাকে পুলিশ লাইনে নেওয়া হয়েছে। তাকে যথাসময়ে পাওয়া যাবে।

রেলওয়ে পুলিশের যশোর ফাঁড়ির ইনচার্জ এসআই মইনুল ইসলাম বলেন, শুক্রবার সকাল ৯টার দিকে মোবারকগঞ্জ জিআরপি ফাঁড়ি পুলিশ একটি মরদেহ উদ্ধার করে। মরদেহের মাথা থেঁতলানো ছিল। ফলে চেহারা দেখে চেনার উপায় ছিল না। এই ঘটনায় ওই ফাঁড়ির সদস্য হাবিবুল্লাহ খুলনা জিআরপি থানায় অজ্ঞাত লাশ উদ্ধার মর্মে একটি জিডি করেছেন।