ব্রাহ্মণবাড়িয়া : জেলার নবীনগরে খাস জায়গা দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই নেতার বিরোধের জের ধরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
শনিবার সন্ধ্যায় এই আদেশ জারি করা হয়।
জানা যায়, স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন সরকারি খাস জায়গা দখলকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আমিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
বিরোধ মীমংসার জন্য শনিবার সালিসের আয়োজন করা হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে আইন-শৃঙ্খলা অবনতির আশঙ্কায় প্রশাসন পরবর্তী নিদেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুল ইসলাম ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান