বাংলার খবর২৪.কম: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মসজিদের জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে প্রায় ১৩ জন গুলিবিদ্ধ হয়েছে। সোমবার রাত ১০টার দিকে উপজেলার উত্তর রাঙ্গুনিয়া মোগলের হাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন খোকন জানান, স্থানীয় কাঞ্চন মেম্বারের নেতৃত্বে ১০/১২ জনের একটি সন্ত্রাসীদল মোগলের হাট বাজারে অবস্থিত মোগলবাড়ি জামে মসজিদের জায়গা দখলে নিতে যায়। সে সময় তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং পুরো এলাকায় তাণ্ডব চালিয়ে ভাঙচুর করে। এ সময় কয়েকজন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধদের অধিকাংশই নিরীহ পথচারী বলে জানা গেছে। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসীরা স্থানীয় একটি মৎস্য প্রকল্পেও হামলা চালিয়ে ভাঙচুর করে।
রাঙ্গুনিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালিউল্লাহ ওলি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘মোগলবাড়ি জামে মসজিদের জায়গা দখল নিয়ে হামলা ভাঙচুর ও গোলাগুলির ঘটনা ঘটেছে বলে আমরা জেনেছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান