নীলফামারী: বিধি বহির্ভূত ভাবে নীলফামারীর ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পায়তারা করার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, লাখ লাখ টাকার বিনিময়ে ওই বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক রুহুল আমিনকে সম্পূর্ণ বিধি বহির্ভূত ভাবে নিয়োগের সব আয়োজন সম্পন্ন করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আক্কাছ আলী ও প্রধাণ শিক্ষক রবিউল ইসলাম।
অভিযোগ উঠেছে, কম্পিউটার শিক্ষক রুহুল আমিন নীলফামারীর একটি বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড সনদ লাভ করেন, যা শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত নয়। এর পরেও টাকার বিনিময়ে তাকে নিয়োগের পায়তারা করার বিষয়টি ডোমার সদরে চাউর হয়ে উঠেছে।
অপর দিকে ওই পদে আবেদন করা অনেক প্রার্থী আগামী ১২ অক্টোবরের লোক দেখানো পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন।