বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ বীরগঞ্জে কোলের বাচ্চা ছিনিয়ে নিয়েছে এক পিতা ২০ দিনেও উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিতে পারেনি পুলিশ।
বীরগঞ্জ থানা সুত্রে জানা গেছে, উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট এলাকার সোলেমানের ছেলে আব্দুল্লাহ আল মামুন সুন্দরপুর কাচারী এলাকার শামসুদ্দীনের মেয়ে শিউলী আক্তারকে ২০১২ইং আনুষ্ঠানিক বিবাহ করে। বিবাহের পর একটি কন্যা সন্তানের জন্ম হয়। কন্যা সন্তানের জন্মের ১ বছর না যেতেই যৌতুকের জন্য পরিবারের লোকেরা দল বেধে নির্যাতন শুরু করে। নির্যাতনের এক পর্যায় অতিষ্ট হয়ে শিউলী প্রান বাঁচাতে স্বামীকে এক তরফা তালাক দিতে বাধ্য হয়। বীরগঞ্জ ডাকবাংলোর সামনে রাস্তা থেকে গত ১৭ সেপ্টেম্বর বিকেলে মায়ের কাছ থেকে ১৮মাসের কোলোর বাচ্চা তানহাকে ছিনিয়ে নেয় পিতা আব্দুল্লাহ আল মামুন। স্থানীয় ইউপি সদস্য-চেয়ারম্যানের কাছে অভিযোগ করে কোলের বাচ্চা উদ্ধারে ব্যর্থ হয় মা। বাচ্চার মা-শিশুটি একনজর দেখে বুকের দুধ খাওয়ানোর জন্য কবিরাজহাটে এলাকায় মামুনের বন্ধু মিরাজের দোকানে সারা দিন অপেক্ষা করলেও বাচ্চাকে এক নজর দেখতে বা বুকের দুধ খাওয়াতে দেয়নি শিশুর মা-শিউলীকে। গত ২১ সেপ্টেম্বর অবশেষে শিউলী নিজে বাদী হয়ে শিশু উদ্ধারের জন্য থানায় ডিউটি অফিসারের এএসআই আব্দুল জলিলের কাছে লিখিত অভিযোগ করে। ডিউটি অফিসার বার বার এলাকায় গিয়েও গত ২০ দিন ধরে চেষ্টা করেও শিশুটি উদ্ধার করতে পারেনি বলে শিউলী জানায়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান