বাংলার খবর২৪.কম,শেরপুর(বগুড়া) : বগুড়ার শেরপুর উপজেলা চেয়ারম্যান দবিবর রহমানকে বরখাস্ত করা হয়েছে।
তিনি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি।
নাশকতা কর্মকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত হওয়ার কারণে তাকে বরখাস্ত করা হয়েছে।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সারোয়ার জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ তাকে বরখাস্ত করে এবং বরখাস্তের কপি সোমবার তার হস্তগত হয়েছে।
প্রসঙ্গত, ২০১৩ সালের ৩ মাচ সাইদিকে চাঁদে দেখা যাওয়ার গুজবে জেলার অন্য এলাকার মতো শেরপুরেও নাশকতা কর্মকাণ্ড চালানো হয়। এ সংক্রান্ত মামলায় দবিবর রহমান আসামি ছিলেন। তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে উপজেলা নির্বাচনে প্রতিদ্বদ্বিতা করেন এবং নির্বাচিত হন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান