অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শেরপুর উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

বাংলার খবর২৪.কম,500x350_3b68d8fb8b770caefea7847fb64fbacc_002_84730_0শেরপুর(বগুড়া) : বগুড়ার শেরপুর উপজেলা চেয়ারম্যান দবিবর রহমানকে বরখাস্ত করা হয়েছে।

তিনি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি।

নাশকতা কর্মকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত হওয়ার কারণে তাকে বরখাস্ত করা হয়েছে।

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সারোয়ার জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ তাকে বরখাস্ত করে এবং বরখাস্তের কপি সোমবার তার হস্তগত হয়েছে।

প্রসঙ্গত, ২০১৩ সালের ৩ মাচ সাইদিকে চাঁদে দেখা যাওয়ার গুজবে জেলার অন্য এলাকার মতো শেরপুরেও নাশকতা কর্মকাণ্ড চালানো হয়। এ সংক্রান্ত মামলায় দবিবর রহমান আসামি ছিলেন। তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে উপজেলা নির্বাচনে প্রতিদ্বদ্বিতা করেন এবং নির্বাচিত হন।

Tag :
জনপ্রিয় সংবাদ

শেরপুর উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

আপডেট টাইম : ০৩:০৯:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০১৪

বাংলার খবর২৪.কম,500x350_3b68d8fb8b770caefea7847fb64fbacc_002_84730_0শেরপুর(বগুড়া) : বগুড়ার শেরপুর উপজেলা চেয়ারম্যান দবিবর রহমানকে বরখাস্ত করা হয়েছে।

তিনি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি।

নাশকতা কর্মকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত হওয়ার কারণে তাকে বরখাস্ত করা হয়েছে।

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সারোয়ার জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ তাকে বরখাস্ত করে এবং বরখাস্তের কপি সোমবার তার হস্তগত হয়েছে।

প্রসঙ্গত, ২০১৩ সালের ৩ মাচ সাইদিকে চাঁদে দেখা যাওয়ার গুজবে জেলার অন্য এলাকার মতো শেরপুরেও নাশকতা কর্মকাণ্ড চালানো হয়। এ সংক্রান্ত মামলায় দবিবর রহমান আসামি ছিলেন। তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে উপজেলা নির্বাচনে প্রতিদ্বদ্বিতা করেন এবং নির্বাচিত হন।