ডেস্ক : ইউরোপের বিচার আদালত এক ঐতিহাসিক রায়ে বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ডেটা বা উপাত্ত বিনিময়ের প্রশ্নে ইউরোপীয় ইউনিয়নের যে নীতিমালা রয়েছে তা অবৈধ।
ম্যাক্স স্ক্রিম্স নামে অস্ট্রিয়ার এক ছাত্র এই মামলাটি দায়ের করেছিলেন।
তার যুক্তি ছিল দসেফ হারবারদ নামে ডেটা বিনিময়ের যে আইন রয়েছে তার ফলে তার ব্যক্তিগত গোপনীয়তা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এই আইনের মাধ্যমে ফেসবুক, বিভিন্ন এয়ারলাইন্স এবং অন্যান্য শত শত কোম্পানি ইউরোপ থেকে ডেটা মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যেতে পারে।
সমালোচকরা বলছেন, এর ফলে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো অবাধে মানুষের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারে। তবে মার্কিন সরকার বলছে, তারা গণহারে মানুষের ওপর নজরদারি চালায় না।