যশোর : বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামসহ যশোর জেলা বিএনপির ৩৪ নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার যশোর প্রেসক্লাবে জেলা বিএনপি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা বলেন, যশোরে বিএনপির কমিটি পুনর্গঠনে বাধা দিতেই মিথ্যা অভিযোগে নেতাকর্মীদের নামে একের পর এক মামলা দিয়ে হয়রানি ও গ্রেফতার করা হচ্ছে। অবিলম্বে এসব মামলা প্রত্যাহার ও নেতাকর্মীদের মুক্তি না দিলে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আবু মুসা, সহ-সাংগঠনিক সম্পাদক ফেরদৌস হোসেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুর্তজা এলাহী টিপু, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসান জহির প্রমুখ।
৫ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামসহ যশোর জেলা বিএনপি ও জামায়াতের ৬৫ নেতাকর্মীর নামে পৃথক দুইটি মামলা করে পুলিশ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান