নওগাঁ: নওগাঁর রানীনগর উপজেলার বনমালীকুড়ি গ্রামে নছিমন স্ট্যান্ড দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে হবিবর রহমান (৫০) নামে একজন নিহত ও ৫ জন আহত হয়েছে।
গত রাতে এই ঘটনায় পুলিশ নওগাঁ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বনমালকিড়ি গ্রামের আলাউদ্দিনের ছেলে মাজহারুল ইসলাম মিন্টু (৩২) ও তার সহোদর আব্দুল মমিন (২৫)কে গ্রেফতার করেছে। নিহত হবিবর রহমান ওই গ্রামের লোকমান আলীর ছেলে।
রানীনগর থানার ওসি আব্দুল লতিফ খান জানান, বনমালীকুড়ি গ্রামে ট্রাক ও নছিমনের সাইট দেয়াকে কেন্দ্র করে সোমবার দুপুরে ওই গ্রামের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে রাত সাড়ে ৭টার দিকে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এসময় প্রতিপক্ষের লাঠিসোটা ও ধারালো অস্ত্রের আঘাতে নছিমন শ্রমিক হবিবর রহমানসহ ৬ জন আহত হয়। আহতদের মধ্যে হবিবর রহমানকে বগুড়া হাসপাতালে নেবার পথে রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। অন্যদের নওগাঁ সদর ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রানীনগর থানার ওসি আব্দুল লতিফ খান জানান, এই ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান