ডেস্ক: নিরাপত্তার অজুহাত দেখিয়ে নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করায় অস্ট্রেলিয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছেন পাকিস্তানী অলরাউন্ডার শহিদ আফ্রিদি। তিনি বলেন, সর্বোচ্চ নিরাপত্তা থাকা সত্ত্বেও সামান্য ইস্যুতে সফর বাতিল হওয়া উচিত হয়নি। খবর বাসস’র
পশ্চিমা স্বার্থে জঙ্গীরা হামলা করতে পারে-সতর্ক বার্তা পাওয়ার পর গত সপ্তাহে দুই টেস্টের বাংলাদেশ সফর স্থগিত করে অস্ট্রেলিয়া। সফররত বাংলাদেশ মহিলা ও পাকিস্তান মহিলা দলের সঙ্গে করাচিতে সাক্ষাতের পাশে সোমবার এ কথা বলেন আফ্রিদি। তিনি সাংবাদিকদের বলেন, নিরাপত্তা অবশ্যই দরকার । তবে সামান্য ইস্যুতে সফর বাতিল হওয়া উচিত নয়। আফ্রিদি বলেন, পাকিস্তান, ভারত, বাংলাদেশ ও শ্রীলংকার ঐক্যবদ্ধ থাকা এবং এ সকল নিরাপত্তা শংকার মোকাবেলা করা দরকার। যেমন দীর্ঘ দিন যাবত কোন আন্তর্জাতিক দল পাকিস্তান সফরে না আসায় আমরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি।
২০০৯ সালে লাহোরে শ্রীলংকা দল বহনকারী বাসে জঙ্গী হামলার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ। ছয় বছরের মধ্যে টেস্ট খেলুড়ে প্রথম দেশ হিসেবে গত মে মাসে পাকিস্তান সফরে আসে জিম্বাবুয়ে ক্রিকেট দল। তবে তারা কেবলমাত্র সীমিত ওভারের সিরিজ খেলে। আফ্রিদি বলেন, বাংলাদেশ মহিলা দলের পাকিস্তান সফর শুভ লক্ষন। তিনি বলেন, আমাদের দেশ কঠিন সময় অতিক্রম করছে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের(পিসিবি) প্রচেষ্টায় এখানে ক্রিকেট পুনর্জীবিত হবে এবং তাদের মহিলা দলকে পাঠানোয় বাংলাদেশ সরকারকে আমাদেও ধন্যবাদ জানানো উচিত। আমি নিশ্চিতভাবে বলতে পারি বাংলাদেশ পুরুষ দল আসার আগে এটিই অবশ্যই ভালো উদ্যোগ।
বাংলাদেশ মহিলা দলের অনেক ম্যাচই মাঠে গিয়ে দেখেছেন আফ্রিদি। এমনকি খেলোয়াড়দের সাথে বেশক’টি সেলফিও তুলেছেন তিনি। খেলা দেখে সফরকারীদের প্রশংসাও করেছেন আফ্রিদি, মহিলা দলটি খুবই ভালো ক্রিকেট খেলেছে। প্রতিন্দ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলার জন্য আমি দু’টি দলকেই অভিন্দন জানাচ্ছি। বাংলাদেশের সাবেক ওপেনার আতহার আলী খান বলেন, আফ্রিদির আগমন মহিলা দল দু’টির জন্য এক বিরাট অর্জন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান