বাংলার খবর২৪.কম: মহানগরী কর্মপরিষদ বৈঠকে সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মাওলানা আবুল কালাম আজাদ বলেন, বিচারপতিগণকে অভিসংশন বা অপসারণের ক্ষমতা সংসদের হাতে দেয়া হলে বিচার বিভাগ প্রধানমন্ত্রীর হাতের পুতুলে পরিণত হবে। জাতি এ ধরনের অন্যায় ও অযৌক্তিক সিদ্ধান্ত কিছুতেই মেনে নিবে না। সরকার এ বিল পাশ করার মাধ্যমে বিচার বিভাগকে ধ্বংস করতে চায়। কিন্তু সরকার সেদিকে কর্ণপাত না করে গতকাল সংসদে বিল উত্থাপন করেছে। এ আইন পাশের মাধ্যমে সরকার আরও একটি জঘন্য কালো আইন পাশ করে দেশে একদলীয় বাকশালী শাসন কায়েমের ষড়যন্ত্র করছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরী শাখার উদ্যোগে সোমবার কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশণ খুলনা বিভাগের সভাপতি ও খুলনা মহানগরী জামায়াতের নায়েবে আমীর মাষ্টার শফিকুল আলম, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারী অধ্যাপক মাহফুজুর রহমান, সহকারী সেক্রেটারী এ্যাডঃ মুহাম্মদ শাহ আলম, এ্যাডঃ শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
তিনি আরও বলেন, অবিলম্বে জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, ভাষা সৈনিক সাবেক আমীরে জামায়াত অধ্যাপক গোলাম আযম, নায়েবে আমীর বিশ্ব বরেণ্য ইসলামী চিন্তাবিদ আল¬ামা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের ঈদের পূর্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকার হত্যা, খুন ও গুম এবং বিরোধীদলীয় নেতাকর্মীদের অত্যাচার নির্যাতন ও জেলে আটক রেখে সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সরকার তাদের সর্বক্ষেত্রে ব্যর্থতাকে আড়াল করতে জামায়াত নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও অসত্য অভিযোগ এনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তথা ইসলামী আন্দোলনকে এদেশ থেকে মুছে দিতে চায়। তিনি বলেন সরকারকে জুলুম নির্যাতনের পথ পরিহার করতে হবে।
শিরোনাম :
খুলনা মহানগরী জামায়াতের বৈঠক-নেতৃবৃন্দের মুক্তি দাবি
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৩:০২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০১৪
- ১৫৭৩ বার
Tag :
জনপ্রিয় সংবাদ