** কাজী আস্তিক বিন মনির **
ক্লান্ত আজ ক্লান্ত আমি
ক্লান্ত এক পথিক,
যেদিকে তাকাই সেদিকেই যাই
নাই যে দিক-বেদিক। কোথায় হারিয়ে গেলে বল তুমি
আমারই জীবন থেকে, ফিরে এসো দেখেযাও
আজ আমি মরণ পথে।
মরে মরেও বেচেঁ আছি আমি
তোমায় দেখার আশে,
একটি বারও দেখা দেওনা তুমি
কোথায় আছ লুকিয়ে।
মৃত্যুর পর দেখতে আসবে যানি
আমারই দেহ খানি,
দুর থেকে দেখো কাছে এসোনা
সইতে পারবনা আমি।
চিৎকার করে কাদব আমি
শুনবেনা সেদিন কেউ, ভালোবাসি আমি ভালোবাসি তোমায়
বুঝলেনা আজও....!!
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান