** কাজী আস্তিক বিন মনির **
ক্লান্ত আজ ক্লান্ত আমি
ক্লান্ত এক পথিক,
যেদিকে তাকাই সেদিকেই যাই
নাই যে দিক-বেদিক। কোথায় হারিয়ে গেলে বল তুমি
আমারই জীবন থেকে, ফিরে এসো দেখেযাও
আজ আমি মরণ পথে।
মরে মরেও বেচেঁ আছি আমি
তোমায় দেখার আশে,
একটি বারও দেখা দেওনা তুমি
কোথায় আছ লুকিয়ে।
মৃত্যুর পর দেখতে আসবে যানি
আমারই দেহ খানি,
দুর থেকে দেখো কাছে এসোনা
সইতে পারবনা আমি।
চিৎকার করে কাদব আমি
শুনবেনা সেদিন কেউ, ভালোবাসি আমি ভালোবাসি তোমায়
বুঝলেনা আজও….!!
শিরোনাম :
“””জীবন পথিক “””
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৭:০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০১৫
- ১৮২৩ বার
Tag :
জনপ্রিয় সংবাদ