কক্সবাজার: সম্প্রতি সাগরপথে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়ে মিয়ানমার নৌ বাহিনীর হাতে আটক আরো ১০৩ জন বাংলাদেশি অভিবাসীকে ফেরত আনা হচ্ছে।
আগামী ১২ অক্টোবর ঘুমধুম সীমান্ত দিয়ে এসব অভিবাসীদের ফেরত দেওয়া হবে বলে মিয়ানমার ইমিগ্রেশন পুলিশ ইতিমধ্যেই চিঠির মাধ্যমে বাংলাদেশ বডার গার্ড (বিজিবি) কে জানিয়েছেন।
এর আগে পৃথক ৫ দফায় ৬২৬ জন বাংলাদেশি অভিবাসীকে মিয়ানমার ফেরত দিয়েছে। ৬ষ্ঠ দফায় আরো ১০৩ জন বাংলাদেশি অভিবাসীকে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন ঘুমধুম বিজিবির নায়েব সুবেদার ছিদ্দিক আহমদ।