বাংলার খবর২৪.কম, রংপুর : রংপুর বিভাগের ৫৬ রুটে সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বিকেলে সংকট নিরসনে জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরী বৈঠক বসে।
বৈঠকে আরোচনা সন্তোষজনক হওয়ায় র্ধমঘট প্রত্যাহার করা হয়।
রোববার রাতে মটর মালিক সমিতির লোকজন মোটর শ্রমিক ইউনিয়নের মধ্যে সংঘর্ষের ঘটনায় এই ধর্মঘটের ডাক দেয়া হয়। রোববার রাতেই টার্মিনাল এলাকায় উভয় পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়। জেলা প্রশাসক ফরিদ আহাম্মেদ জানান, আলোচলা ফলপ্রসু হওয়ায় সংকট নিরসন হয়েছে। শ্রমিক ইউনিয়ন তাদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করেনিয়েছে।
কোতয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী জানান, ধর্মঘটের ফলে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রোববার রাতের ঘটনায় এখনও কোন মামলা হয়নি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান