বেনাপোল: যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন অভিযোগ করে বলেছেন, বেনাপোলের পুলিশ সন্ত্রাসীদের লালন করছে।
সোমবার বিকেল ৫টায় বেনাপোলের কাগজপুকুর বাজারে অনুষ্ঠিত পান ব্যবসায়ী ও আওয়ামী লীগের নেতা সামাদ হত্যার প্রতিবাদে আয়োজিত সভায় তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, এখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, চুরি, ডাকাতি, ছিনতাই ও হত্যার মতো ঘটনা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এখন থেকে এসব সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা না নিলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে আমি নিজেই রাজপথে নামব।
তিনি বলেন, সরকারকে যারা কোটি কোটি টাকা রাজস্ব দিচ্ছেন সেই ব্যবসায়ীদের রাজস্ব খাতে জমা দেওয়ার টাকা প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই হচ্ছে অথচ পুলিশ নীরব রয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসানকে উদ্দেশ্য করে তিনি বলেন, ওসি ছোট-খাট ঘটনায় আসামিদের রিমান্ডে নিয়ে আসেন। অথচ সামাদ খুনের অভিযোগে আটক সন্ত্রাসী আমিল ভারতে পালিয়ে যাওয়ার সময় বিএসএফ আটক করে পুলিশে সোপর্দ করলেও ওসি তার রিমান্ড আবেদন করেন না।
শেখ আফিল উদ্দিন বলেন, এক্ষেত্রে ওসি ওই সন্ত্রাসীর কাছ থেকে বিপুল পরিমাণে ঘুষ নিয়েছেন। বেনোপোল ইমিগ্রেশন ও কাস্টমস ভবন ভাঙচুর ও পুলিশ পেটানোর মামলার প্রধান আসামি সন্ত্রাসী রাশেদকে বাঁচাতে ওসি ২০ লাখ টাকা ঘুষ নিয়েছেন। এসব কারণে এখানে সন্ত্রাসীরা প্রভাব বিস্তার করায় শান্তিপ্রিয় মানুষ আতঙ্ক ও অশান্তিতে ভুগছে। পুলিশের এসব কর্মকান্ড আর সহ্য করা হবেনা।
বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিজ আহম্মদের সভাপত্বিতে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মনজু, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা ও ইউনিয়নের নেতারা বক্তব্য দেন।