অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

‘মধ্যপ্রাচ্যে সব মার্কিন স্থাপনা ইরানের ক্ষেপনাস্ত্রের আওতায়’

ডেস্ক : মধ্যপ্রাচ্যে অবস্থিত সব মার্কিন স্থাপনা ইরানের ক্ষেপনাস্ত্রের আওতায় রয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের গার্ড বাহিনী বা আইআরজিসির বিমান বাহিনী শাখার সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ।

তিনি বলেন, আমাদের ক্ষেপনাস্ত্রের পাল্লা বাড়ানোর প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। তবে শত্রুর স্থাপনাগুলো পুরোপুরিভাবে আমাদের ক্ষেপনাস্ত্রের আওতায় রয়েছে।

ইরানের সামরিক অভিযান চালানোর পথ এখনো আলোচনার টেবিলে খোলা রয়েছে বলে কোন কোন মার্কিন কর্মকর্তা যে হুমকি দেন তা উল্লেখ করেন কমান্ডার হাজিজাদেহ। এই প্রসঙ্গে তিনি বলেন, ভুলে গেলে চলবে না যে এই অঞ্চলে মার্কিন স্থাপনা রয়েছে। আমেরিকা কখনো আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস পাবে না। আর তারা যদি হামলা চালানোর মতো কোন ভুল করে তাহলে আল্লাহর রহমতে আমরাই যুদ্ধক্ষেত্রে বিজয়ী হবো।

তিনি আরো বলেন, গত ৩০ বছর ধরে আমরা তাদের শক্তিমত্তা এবং দুর্বল দিকগুলো চিহ্নিত করেছি এবং সেভাবেই আমরা পরিকল্পণা করছি। ইরান শত্রুর যে কোনো হুমকিকে অত্যন্ত গুরুত্বসহকারে নেয়ার পাশাপাশি পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।

তিনি বলেন, আমেরিকার একটি অংশ ইহুদিবাদীদের সন্তুষ্ট করার জন্য এবং অন্য একটি অংশ অভ্যন্তরীণ রাজনীতির স্বার্থে ইরানের বিরুদ্ধে হুমকি দিয়ে আসছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- আমরিকা আমাদের সক্ষমতা এবং প্রতিরোধ ক্ষমতার ব্যাপারে ভালভাবেই অবগত আছে। এছাড়া, মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার লক্ষ্যেই আমেরিকা এখানে প্রক্সি যুদ্ধ চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন কমান্ডার হাজিজাদেহ।

Tag :
জনপ্রিয় সংবাদ

সড়ক দূর্ঘটনায় প্রধান শিক্ষক ও জামায়াত নেতা নিহত

‘মধ্যপ্রাচ্যে সব মার্কিন স্থাপনা ইরানের ক্ষেপনাস্ত্রের আওতায়’

আপডেট টাইম : ০৫:৪৭:১৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০১৫

ডেস্ক : মধ্যপ্রাচ্যে অবস্থিত সব মার্কিন স্থাপনা ইরানের ক্ষেপনাস্ত্রের আওতায় রয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের গার্ড বাহিনী বা আইআরজিসির বিমান বাহিনী শাখার সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ।

তিনি বলেন, আমাদের ক্ষেপনাস্ত্রের পাল্লা বাড়ানোর প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। তবে শত্রুর স্থাপনাগুলো পুরোপুরিভাবে আমাদের ক্ষেপনাস্ত্রের আওতায় রয়েছে।

ইরানের সামরিক অভিযান চালানোর পথ এখনো আলোচনার টেবিলে খোলা রয়েছে বলে কোন কোন মার্কিন কর্মকর্তা যে হুমকি দেন তা উল্লেখ করেন কমান্ডার হাজিজাদেহ। এই প্রসঙ্গে তিনি বলেন, ভুলে গেলে চলবে না যে এই অঞ্চলে মার্কিন স্থাপনা রয়েছে। আমেরিকা কখনো আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস পাবে না। আর তারা যদি হামলা চালানোর মতো কোন ভুল করে তাহলে আল্লাহর রহমতে আমরাই যুদ্ধক্ষেত্রে বিজয়ী হবো।

তিনি আরো বলেন, গত ৩০ বছর ধরে আমরা তাদের শক্তিমত্তা এবং দুর্বল দিকগুলো চিহ্নিত করেছি এবং সেভাবেই আমরা পরিকল্পণা করছি। ইরান শত্রুর যে কোনো হুমকিকে অত্যন্ত গুরুত্বসহকারে নেয়ার পাশাপাশি পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।

তিনি বলেন, আমেরিকার একটি অংশ ইহুদিবাদীদের সন্তুষ্ট করার জন্য এবং অন্য একটি অংশ অভ্যন্তরীণ রাজনীতির স্বার্থে ইরানের বিরুদ্ধে হুমকি দিয়ে আসছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- আমরিকা আমাদের সক্ষমতা এবং প্রতিরোধ ক্ষমতার ব্যাপারে ভালভাবেই অবগত আছে। এছাড়া, মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার লক্ষ্যেই আমেরিকা এখানে প্রক্সি যুদ্ধ চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন কমান্ডার হাজিজাদেহ।