ডেস্ক: টি২০‘র পর জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজও জিতে নিয়েছে সফরকারী পাকিস্তান। সোমবার হারারেতে তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিক জিম্বাবুয়েকে ৭ উইকেটে পরাজিত করেছে পাকিস্তান। ফলে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতল সরফরাজ আহমেদ শিবির।
এর আগে প্রথম ওয়ানডেতে পাকিস্তান ১৩১ রানের বড় জয় পায়। তবে দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে ৫ রানের জয় পায় জিম্বাবুয়ে। কিন্তু তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ে মাথা তুলে দাঁড়াতে পারেনি। টসের প্রতিকূলে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৬১ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে ইনিংস। জবাবে ৩৪ ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে : ১৬১/১০, ওভার ৩৮.৫ (মুতাম্বামি ৬৭, চিবাবা ৪৮; বিলাল ৫/২৫, ইমাদ ৩/৩৬)
পাকিস্তান : ১৬২/৩, ওভার ৩৪ (বিলাল ৩৮, আসাদ ৩৮*, মালিক ৩৪*; পানিয়াঙ্গারা ১/২২)
ফল : পাকিস্তান ৭ উইকেটে জয়ী
সিরিজ : তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তান ২-১ ব্যবধানে জয়ী
ম্যাচ সেরা : বিলাল আসিফ (পাকিস্তান)
সিরিজ সেরা : শোয়েব মালিক (পাকিস্তান)
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান