
বাংলার খবর২৪.কম, আদমদীঘি (বগুড়া) : বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক জয়নাল আবেদিন চাঁন, বগুড়া সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ, জেলা যুবদলের সভাপতি সিপার আল বখতিয়ার, সেচ্ছাসেবক দলের সভাপতি মেহেদী হাসান হিমু সহ সকল নেতা-কর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যহার এবং গ্রেফতারকৃতদের মুক্তির দাবী জানিয়ে বিবৃত্তি দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব আব্দুল মোমিন তালুকদার খোকা। তিনি বলেন মামলা, হামলা, হত্যা-নির্যাতন করে সরকার আতংক সৃষ্টি করছে। বর্তমান সরকারের নির্মম এবং সেচ্ছাচারিতামুলক কর্মকান্ডের বিরুদ্ধে দেশবাসী যখন সোচ্ছার তখন সরকার আরো বেপরোয়া ও দিশেহারা হয়ে উঠেছে। আর এ কারনেই বিরোধী দলীয় নেতা-কর্র্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, গ্রেফতার, রিমান্ড নিয়ে বর্বরোচিত নির্যাতন, হত্যা, গুম, অপহরন এবং আতংক সৃষ্টি করা হচ্ছে। অবিলম্বে বগুড়া জেলার সকল নেতা-কর্মীদের মামলা প্রত্যাহার সহ গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেয়।