ঢাকা : অতি সম্প্রতি ঢাকা ও রংপুরে দু’জন বিদেশি নাগরিক হত্যার ঘটনায় ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ (আইবিএফবি) গভীরভাবে উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত।
এ ধরনের বর্বরোচিত ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিকে মারাত্মভাবে ক্ষুণœ করেছে যা পক্ষান্তরে এদেশের সামগ্রিক উন্নয়ন তথা সরকারের রূপকল্প-২০২১ বাস্তবায়নকে বাধাগ্রস্ত’ করে তুলতে পারে। এ বছরের শুরুর দিকে রাজনৈতিক অস্থিরতার কারণে এদেশের ব্যবসায়ী সমাজ বিশাল অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছিল।
সরকারের গৃহীত নানাবিধ পদক্ষেপের পরিপ্রেক্ষিতে আমরা ধীরে ধীরে এ অবস্থা ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা খুঁজে পাচ্ছিলাম। এ অবস্থায় গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর কূটনৈতিক এলাকা গুলশানে ইতালী নাগরিক সিজার তাবেলা এবং গত শনিবার রংপুরে জাপানী নাগরিক হোশি কুনিওকে দিনে দুপুরে সন্ত্রাসী কায়দায় বর্বরোচিতভাবে হত্যার মতো ঘটনা আমাদেরকে পুনরায় শঙ্কিত করে তুলছে। এ ধরনের অনভিপ্রেত ঘটনা দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন তথা বিদেশি বিনিয়োগ আকর্ষণকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করবে।
আইবিএফবি এ ধরনের কাপুরোষিত হত্যার তীব্র নিন্দা জানিয়েছে এবং সরকারের কাছে অতি সত্ত্বর এ দুই হত্যাকা-ের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছে। কারণ এ ধরনের ঘৃণ্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা ও বিদেশি নাগরিকসহ বাংলাদেশে বসবাসরত সকলের জীবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা না গেলে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ফলশ্রুতিতে এদেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগসহ আমাদের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়ন চরমভাবে বাধাগ্রস্ত হবে বলে মনে করে আইবিএফবি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান