গাইবান্ধা: গুলি করে এক শিশুকে আহত করার ঘটনায় গাইবান্ধার আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম ওরফে লিটনকে তিনটি কলেজের সভাপতির পদ থেকে প্রত্যাহার করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
এ ছাড়াও মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সম্প্রতি গ্রেপ্তার হওয়া ময়মনসিংহের ত্রিশালের জাতীয় পার্টির সাংসদ এম এ হান্নানকেও একটি কলেজের পর্ষদ থেকে প্রত্যাহার করা হয়েছে।
সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়, মঞ্জুরুল ইসলাম গাইবান্ধার সুন্দরগঞ্জের ধুবনী কঞ্চিবাড়ী কলেজ, সুন্দরগঞ্জ মহিলা কলেজ, সুন্দরগঞ্জ ডি ডব্লিউ কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ছিলেন। এম এ হান্নান জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ত্রিশালের কবি নজরুল কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ছিলেন।