মানিকগঞ্জ: জাকাতের কাপড় নেয়ার সময় ভিড়ের চাপে দুই নারীর মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছে আরো ৮ জন নারী।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে মানিকগঞ্জ শহরের গার্লস স্কুল রোডে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- সদর উপজেলার বারইল গ্রামের আইনুদ্দিনের স্ত্রী জামেলা খাতুন (৫৫) ও পৌর এলাকার নয়াকান্দি গ্রামের আকবর আলীর স্ত্রী হাসনা বেগম (৫০)।
অসুস্থ হয়ে পড়া নারীদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গার্লস স্কুল রোডে সৈয়দ মাহবুব মোর্শেদ হাসান রুনুর বাসায় জাকাতের কাপড় বিতরণ করার খবর ছড়িয়ে পড়লে ভোর থেকেই হাজার হাজার মানুষ সেখান ভিড় করে। আগের দিন সন্ধ্যা থেকেই শহরের বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা, খেলার মাঠ, বিপণীবিতানের নিচ তলা, খোলা মাঠসহ পুরো শহরই কাপড় প্রার্থীদের ভিড় জমে। সারা রাত অপেক্ষা করে বসে থাকে তারা কাপড়ের আশায়।
ভোর সাড়ে ৪ টার দিকে বাসার গেট খুলে দিলে ভেতরে ঢোকার সময় ভিড়ের চাপে ও প্রচণ্ড গরমে ১০ নারী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে দুইজনেরই মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, প্রতি বছরের মত এবারও বসুন্ধরা গ্রুপের জাকাতের কাপড় নিতে হাজার হাজার মানুষ ভিড় জমায়। প্রায় দশ হাজার লোকের মাঝে এ কাপড় বিতরণ করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান