ঢাকা: মাদক বিরোধী সমাবেশ করায় নাজমা আক্তার (২৮) নামের এক গৃহবধূকে এসিড নিক্ষেপ করা হয়েছে। তাকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
গৃহবধূ নাজমার স্বামীর নাম ইসমাইল হোসেন। চাঁদপুর জেলার কচুয়া দাড়াশাহী গ্রামে তাদের বাড়িতে এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
গৃহবধূর স্বামী ইসমাইল হোসেন জানান, গত ২৯ আগস্ট এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে স্থানীয়রা রাস্তায় মানববন্ধন করেন। এরপর স্থানীয় ৫ নম্বর পশ্চিম ছয়দেবপুর ইউনিয়নের চেয়ারম্যানের লোকজন তাদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। এঘটনায় কচুয়া থানায় মামলা দায়ের করা হয়। তার প্রতিশোধ নিতে গত শুক্রবার রাতে তার স্ত্রী প্রকৃতির ডাকে বের হন। এসময় স্থানীয় সন্ত্রাসী রাসেল ও শাহীনসহ ৭ থেকে ৮জন সন্ত্রাসী তার উপর এসিড নিক্ষেপ করে দৌড়ে পালিয়ে যায়।
পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে নাজমাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকায় ৯৫ শতাংশ মানুষ ঘটনাটি সাজানো বলে জানিয়েছেন। ভিক্টেমের পরিবারের সাথে মামলার আসামিদের সাথে দীর্ঘ দিনের বিরোধ রয়েছে। আর ওই বিরোধের জেরে এসিড নিক্ষেপের ঘটনাটি ঘটনানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান