সুন্দরগঞ্জ : জনগণের জানমালের নিরাপত্তার সার্থে গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের দুটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করেছেন জেলা ম্যাজিষ্ট্রেট ।
গত শুক্রবার ভোরে সুন্দরগঞ্জের গোপালচরন গ্রামের নিরাপরাধ শিশু সৌরভকে মদ্যপ অবস্থায় এমপি লিটন গুলি করে গুরুতর আহত করেন। এ ঘটনায় সুন্দরগঞ্জসহ সাড়া দেশে তোলপাড় শুরু হয়। এনিয়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসুচী পালন করে আওয়ামী লীগসহ নানা পেশার মানুষ। তারা এমপি লিটনকে গ্রেফতারের দাবী জানায়। গত শনিবার চাপের মুখে এমপি লিটন তার আত্বীয় স্বজনের মাধ্যমে তার লাইসেন্সকৃত দুটি আগ্নেয়াস্ত্র সুন্দরগঞ্জ থানায় জমা দেন। রোববার রাতে গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুস সামাদ জানান জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র একটি পিস্তল ও একটি শর্টগানের লাইসেন্স বাতিলের আদেশ জারি করা হয়।