ডেস্ক: ঘূর্ণিঝড়ের কবলে পড়ে চীনে চারজন মারা গেছেন। আহত হয়েছেন অনেকে। রবিবার এই হতাহতের ঘটনা ঘটে।
জিংজিয়াং মারিটাইম রেস্কিউ সেন্টার এ ব্যাপারে জানায়, দেশের দক্ষিণাঞ্চলের প্রদেশ গুয়াংডুংতে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কবলে পড়ে মারা গেছেন এক জেলে। নৌকাটি বন্দরের কাছে থাকলেও ঝড়ের আঘাত থেকে রক্ষা পায়নি। যদিও ১১৭ জনকে উদ্ধার করা হয়েছে। আর নিখোঁজ রয়েছেন আরও ১৬ জন।
এদিকে, প্রদেশের শুন্দে জেলায় ঝড়ের কবলে পড়ে মারা গেছেন তিনজন। আহত হয়েছেন ৮০ জন। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত প্রদেশে উদ্ধার তৎপরতা শুরু করেছে প্রায় ২৪ হাজার মারিটাইমকর্মী। অন্যদিকে ফাঙ্গি দ্বীপে আটকে থাকা পাঁচশ’ পর্যটককে উদ্ধারেও কাজ শুরু হয়েছে।