ঢাকা : ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষ কলেজ ও হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছেন। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, কলেজ বন্ধ থাকলেও হাসপাতালের চিকিৎসা কার্যক্রম চলবে।
সাধারণ শিক্ষার্থীরা বলেন, কলেজে ছাত্রলীগ পরিচালিত ‘স্ফুরণ’ ও ‘ডিবিটস’ নামের দুটি পক্ষ আছে। শনিবার থেকে বিক্ষিপ্তভাবে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। কয়েক দফা হাতাহাতির পর ঘটনা মিটমাট হয়। ভর্তি সংক্রান্ত বিষয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা অনুষ্ঠান ও সিনিয়র-জুনিয়র বিষয় নিয়ে রোববার সকালে আবার কলেজের ছাত্র হোস্টেলের দোতলায় হাতাহাতি শুরু হয়। এরপর ক্যাম্পাসে ও হাসপাতালের সামনে পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
এ ঘটনার পরপরই ক্যাম্পাসে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্ফুরণের নেতৃত্বে আছেন শান্ত ও বুলেট আর ডিবিটসের নেতৃত্বে আছেন আনিসুর রহমান ও কাজি মাহবুব।
এ ঘটনার জেরে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে কী কারণে এ সংঘর্ষ, তা আমরা জানি না। ঘটনার পরপরই পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যা যা করার দরকার সে ব্যবস্থা নেওয়া হয়েছে। কলেজ কর্তৃপক্ষ বলেছেন, কলেজ বন্ধ করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
হাসপাতালের ইন্টার্নি এক চিকিৎসক জানান, কলেজ বন্ধ থাকলেও হাসপাতালের চিকিৎসা কার্যক্রম চলবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান