টাঙ্গাইল: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘পুলিশ, বিজিবি, সেনাবাহিনী দিয়ে কালিহাতীর মানুষকে দাবিয়ে রাখা যাবে না। মায়ের ইজ্জত নষ্ট করার প্রতিবাদ কালিহাতীর মানুষ করবেই, প্রতিবাদী মানুষকে হত্যা করেও কেউ পার পাবে না।’
শনিবার বিকেলে কালিহাতী উপজেলার কস্তরীপাড়া প্রাইমারী স্কুলের মাঠে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।
একাত্তরের স্মৃতিচারণ করে বঙ্গবীর বলেন, ‘এই কস্তরীপাড়াতে এক দোকানের পাশে বসে জং ধরা এলএমজি কেরোসিন তেল দিয়ে ঘষে পরিষ্কার করে পাকিস্তানীদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলাম, আজকেও অবরুদ্ধ গণতন্ত্র ও ভোটাধিকার মুক্ত করার জন্য এখান থেকে যুদ্ধ শুরু করতে চাই।’ গত শুক্রবার কালিহাতী হাই স্কুলের মাঠে নারী নির্যাতন ও মানুষ হত্যার প্রতিবাদে আয়োজিত সভায় অন্যায়ভাবে ১৪৪ ধারা জারির সমালোচনা করে তিনি বলেন, ‘কয়টা সভায় ১৪৪ ধারা দেবে, মিটিং করতে করতে ঘামাইয়া দেবো। কালিহাতীর মানুষ ক্ষেপলে ২৮৮ ধারা দিয়াও পার পাবে না।’
শেখ হাসিনার উদ্দেশ্যে বঙ্গবীর বলেন, ‘আপনার বাবার হত্যার পর কেউ ছিলো না। এখনো সময় আছে আপনি কালিহাতী আসেন দেখেন আপনার দলের কুলাঙ্গারেরা ছেলেকে দিয়ে মায়ের ইজ্জত নষ্ট করার দুঃসাহস দেখিয়েছে, মায়ের ইজ্জত নষ্ট করার প্রতিবাদ মিছিলে গুলি চালিয়ে আপনার পুলিশ মানুষ হত্যা করেছে। আপনি কালিহাতীতে আসুন, দেখুন, মানুষ হত্যার বিচার করুন।’
বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, কালিহাতী উপজেলা কৃষক শ্রমকি জনতা লীগের সভাপতি হাসমত আলী নেতা, আব্দুল হাই খান নিয়ন প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান