নাটোর: জেলার গুরুদাসপুরে দীপা হত্যার ঘটনায় ছয়জনের নামে মামলা করা হয়েছে। নিহতের বাবা দুলাল প্রামাণিক বাদী হয়ে এ মামলাটি করেছেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম হোসেন জানান, পুলিশ দু’জনকে আটক করে আদালতে সোপর্দ করেছে। প্রধান আসামি স্বপনসহ চারজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।
আটককৃতরা হলেন- উপজেলার বামনখোলা গ্রামের মোফেল উদ্দিনের ছেলে সোহেল (২৮) ও মশিন্দা গ্রামের রবিউল ইসলামের ছেলে সালমান শাহ (৩০)।
গত বৃহস্পতিবার নাটরের চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্রী দীপা খাতুন প্রতিদিনের মতো স্কুলে গেলেও বাড়িতে ফিরে না আসায় খোঁজা খুজি শুরু করে পরিবারের সদস্যরা। পরদিন শুক্রবার শিকারপুর কৃষি কারিগরি উচ্চ বিদ্যালয়ের পাশে কলাবাগানে দীপার স্কুল ব্যাগসহ তার গলা কাটা লাশ পাওয়া যায়।
পরিবার সূত্রে জানা গেছে, দীপার বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজনের সন্দেহ হলে তারা বাড়িতে থাকা আলমারিতে টাকা পয়সা ও স্বর্ণালংকারের খোঁজ করে। একপর্যায়ে পরিবারের লোকজন নিশ্চিত হয় দীপা বাড়ি থেকে বের হওয়ার সময় কোরবানীর ঈদে গরু বিক্রি করার ৩ লাখ ৬২ হাজার টাকা ও বেশ কিছু গহনা নিয়ে গেছে।
নাম প্রকাশ না করার শর্তে নিহতের কয়েকজন প্রতিবেশী জানান, স্থানীয় যুবক স্বপনের সঙ্গে দীপার দীর্ঘ দিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল।
দীপার বন্ধুরা জানায়, দীপাকে স্বপন স্কুল গেট থেকে নিয়ে গেছে। তার পর দীপাকে আর দেখা যায়নি। পরে পরিবারের লোকজন স্বপনের বাড়িতে গিয়ে দীপার খোঁজ করে এবং সেখানেও দীপার কোনো খোঁজ পাওয়া যায়নি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান