,মানিকগঞ্জ : মানিকগঞ্জের শিবালয়ে শিশু ও দুই নারীসহ তিনজকে মারপিট করে টাকা পয়সা, স্বর্নালংকার ছিনিয়ে নেয়ার অভিযোগ ওঠেছে ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশ ঔ তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসলেও,বীরদর্পে থানায় ঘুরতে দেখা গেছে অভিযুক্তদের। বিষয়টি উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা জানতে পারলে ছাত্রলীগ সাধারন সম্পাদক সেলিম হোসেন থানা থেকে পুলিশের সহযোগিতায় দেয়াল টপকে পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার দিবাগত রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনায় শিবালয় উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সেলিম হোসেন,ছাত্রলীগ নেতা নয়ন হোসেন,খলিল ও হারুন হোসেনসহ অজ্ঞাত ৫-৬জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলার বাদি মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম সেওতা গ্রামের বাসিন্দা সোহেল রানা বুলেট জানান,শনিবার দুপুর ২ টার দিকে চার বছরের এক শিশুসহ দুই নারী আত্বীয়কে নিয়ে তিনি আরিচা ঘাটে বেড়াতে আসেন। আরিচা পুরাতন টার্মিনাল এলাকায় ঘুরাঘুরির সময় ছাত্রলীগ সাধারণ সম্পাদক সেলিম হোসেনসহ কয়েকজন ছাত্রলীগ নেতা-কর্মী তাদের ঢেকে নেন।এর পর সোহেল রানাকে মারপিট করে সবাইকে শিবালয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি রুমে নিয়ে আটকে রাখা হয়। এসময় সেলিমসহ ৬-৭ জন মোবাইল চোর বলে সোহেল রানাকে আরেক দফা বেধরক মারপিট করে। তারা সোহেল রানার কাছে থাকা চার হাজার নয় শত টাকা এবং চারভড়ি ওজনের একটি রুপার নূপুর নিয়ে যায়।
শিবালয় থানার সাবইন্সপেক্টর মোস্তফা জানান,খবর পেয়ে তিনি শিবালয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি রুমে ঐ দুই নারীকে পেয়েছেন। সোহেল রানার মাথায় স্থানীয় কয়েজন লোক পানি ঢালতে ছিলো। ওই দুই নারী আমাদের বাঁচান বলে কান্নাকাটি করেন। পরে বিকাল ৫ টার দিকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন তিনি। এসময় এস আই মোস্তফার উদ্যোগেই সোহেল রানাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এদিকে খবর সংগ্রহ করতে গেলে এ প্রতিবেদকের সাথে ডিউটি অফিসারের রুমে সোহেল রানাসহ ওই দুই নারীর কথা হয়। তারা ভয়ে মামলা করতে সাহস পাচ্ছেন না বলে জানান। হঠাৎ রাত ৮ টার দিকে ছাত্রলীগ সাধারণ সম্পাদক সোলিম হোসেন তার কয়েকজন সহযোগি নিয়ে থানায় বীরদর্পে প্রবেশ করেন। সোহেলদের উদ্ধার করে নিয়ে আসা সাবইন্সপেক্টর মোস্তফার সাথে থানার পুকুর পাড়ে বসে তাকে গল্প করতে দেখা যায়। পরে থানার ভিতরে বেশ কিছুক্ষন অবস্থান করে।
বিষয়টি জেলার উধ্বর্তন পুলিশ কর্মকর্তারা সংবাদকর্মীদের কাছ থেকে জানতে পেরে ওসিকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। পরে অবস্থা বেগতিক দেখে থানার পিছনের ওয়াল টপকে সেলিম পালিয়ে যায়।
রাত ৯ টার দিকে শিবালয় সার্কেলের সহকারী পুলিশ সুপার হারুন-অর রশিদ ঘটনার খোঁজ খবর নিতে আসেন। পরে তার উপস্থিতিতেই এ ঘটনায় দায়ের করা মামলা রেকর্ড করা হয়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:রকিবুজ্জামান জানান,মামলার আসামীদের গ্রেফতারে রাতেই অভিযান চালানো হবে। থানা থেকে আসামী পালিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন,আমি শুনেছি সেলিম ভিতরে ছিলো। তবে দেখেনি। তাকে পালিয়ে যাওয়ার বিষয়ে পুলিশের কেউ সহযোগিতা করেননি বলে ওসি দাবি করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান