বাংলার খবর২৪.কম: হজরত শাহজালার (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এক কোটি টাকা মূল্যের কম্পিউটার যন্ত্রাংশ আটক করেছে শুল্ক গোয়েন্দারা। রোববার সকালে আটককৃত যন্ত্রাংশগুলো যাচাই শেষে সোমবার বিকেলে গণমাধ্যমে প্রকাশ করেছেন তারা।
শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক সেগুপতা মাহজাবিন জানান, আটক হওয়া যন্ত্রাংশের মধ্যে রয়েছে ৯৬০টি হার্ডডিস্ক ও ৪০০টি মাদারবোর্ড। এগুলোর কোরিয়ার তৈরি। এসেছে হংকং থেকে।
তিনি বলেন, “গোপনে খবর পেয়ে রোববার সকালে কম্পিউটার যন্ত্রাংশগুলো সনাক্ত করা হয়েছে। এগুলো পুরাতন যন্ত্রাংশ। ‘আমদানি নীতি আদেশ ২০১২-১৫’ অনুযায়ী পুরাতন যন্ত্রাংশ আমদানি করার বৈধতা নেই।
রোববার মালামালগুলো সনাক্ত করার পর যাচাই করা হয়। যাবতীয় কাজ শেষে সোমবার গণমাধ্যমে জানানো হয়েছে। এগুলোর বর্তমান বাজারমূল্য এক কোটি টাকা বলে দাবি শুল্ক গোয়েন্দা বিভাগের এ কর্মকর্তার।