ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সিরিয়ার গৃহযুদ্ধ বন্ধ করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরিকল্পনায় একযোগে কাজ করতে তিনি রাজি আছেন। তবে, এ ক্ষেত্রে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে সরানোর বিষয়টি ওই পরিকল্পনায় থাকতে হবে। এমন পরিকল্পনা না হলে সিরিয়ার ওপর রাশিয়ার বিমান হামলা আরো রক্তই ঝরাবে, কোনো সমাধান বয়ে আনবে না।
গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে বারাক ওমাবা এ কথা বলেন।
তিনি আরো বলেন, রাশিয়া যে পথে এগোচ্ছে এতে কাজ হবে না। দীর্ঘ সময় তাদের সেখানে থাকতে হতে পারে। ‘কাদায়’ আটকে যেতে পারে রাশিয়া।
সংবাদ সম্মেলনে বারাক ওবামা বলেন, সিরিয়ার গৃহযুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি সম্পৃক্ত নয়। তবে সিরিয়ার আসাদ সরকারের সমালোচনার বদলে দেশটিতে গৃহযুদ্ধ বন্ধে নিজের পরিকল্পনার ব্যর্থতাই স্বীকার করেন ওবামা। আসাদ সরকারের বিরোধী যোদ্ধাদের প্রশিক্ষণ দেয়ার পরিকল্পনায় সীমিত সংখ্যক মানুষ পাওয়া গেছে এবং এটি যেভাবে কাজ করার কথা ছিল সেভাবে সবকিছু ঘটেনি। বারাক ওবামা বলেন, সিরিয়া পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ ছিল কূটনৈতিক প্রচেষ্টা।
রাশিয়ার প্রতি ওবামার এসব মন্তব্য এমন সময়ে এলো, যখন দেশটি সিরিয়ার ওপর বিমান হামলা চালাচ্ছে। জাতিসংঘের ৭০তম অধিবেশনের ফাঁকে ওবামা-পুতিন বৈঠক হয়। ওই বৈঠকে সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার অংশগ্রহণ চান ওবামা। এর দু’দিন পরেই সিরিয়ায় বিমান হামলা শুরু করে রাশিয়া। তবে যুক্তরাষ্ট্রের অভিযোগ, আইএস লক্ষ্যবস্তুর বদলে সিরিয়ায় আসাদ সরকারবিরোধীদের স্থাপনায় বিমান হামলা চালাচ্ছে রাশিয়া।
সংবাদ সম্মেলনে আসাদ সরকারের বিরোধীদের লক্ষ্যবস্তু না করে আইএসের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে রাশিয়ার প্রতি আহ্বান জানান ওবামা। তবে ওবামার আহ্বান পুতিন কতটা রাখেন প্রশ্নসাপেক্ষ। মধ্যপ্রাচ্যে রাশিয়ার অন্যতম বন্ধু সিরিয়ার ক্ষমতাসীন আসাদ সরকার। সিরিয়ার সমুদ্র উপকূলেই রয়েছে দেশের বাইরে রাশিয়ার অন্যতম বড় সামরিক ঘাঁটি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান