বাংলার খবর২৪.কম: সৃজনশীল বাংলা বইয়ে বঙ্গবন্ধুর আত্মজীবনীকে বিকৃত করার অভিযোগে পাঞ্জেরি ও লেকচার প্রকাশনীর সৃজনশীল বাংলা বইয়ের গাইড বই বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে এই তথ্যের প্রমাণ পেয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার মন্ত্রণালয়ের থেকে বই দুইটি বাজেয়াপ্ত করার বিষয়ে নির্দেশনা দেয়া হবে। পাশাপাশি বঙ্গবন্ধুর আত্মজীবনী বিকৃত করার দায়ে গাইড বই প্রকাশনা দুটির বিরুদ্ধে মামলার নির্দেশনাও দেয়া হবে।
এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা শরীফ মাহমুদ অপু বলেন, ‘মঙ্গলবার সকালে এ বিষয়ে বৈঠক হবে। বৈঠক থেকে নির্দেশনা জানানো হবে।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান