বাংলার খবর২৪.কম: আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার প্রধান আয়মান আল জাওয়াহিরির কথিত ভিডিও বার্তার সত্যতা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে ভিডিও বার্তা প্রকাশের পর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মিডিয়া অ্যান্ড লিগ্যাল উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান।
র্যাব-১ এর সদর দপ্তরে সোমবার বিকেলে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য ও ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশব্যাপী বোমা হামলা ঘটনার অন্যতম আসামি মো. সগির হোসেনকে গ্রেফতার পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
রাজধানীর ভাটারা থেকে রবিবার রাত ৮টার দিকে র্যাব-১ এর সদস্যরা তাকে গ্রেফতার করে।
মুফতি মাহমুদ বলেন, ‘ভিডিও বার্তা সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও এর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না।’
জঙ্গি প্রতিরোধে র্যাব সব সময় তৎপর উল্লেখ করে তিনি বলেন, ‘জঙ্গিদের প্রতিরোধে সারাদেশব্যাপী র্যাবের নেটওয়ার্ক বিস্তৃত।’
উল্লেখ্য, সম্প্রতি এক ভিডিও বার্তায় বাংলাদেশ, ভারত ও মিয়ানমারে শাখা খোলার ঘোষণা দেন আল-কায়েদার প্রধান।
সংবাদ সম্মেলনে র্যাব-১ এর অধিনায়ক তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, ‘র্যাবের হাতে গ্রেফতার সগির ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা মামলার এজহারভুক্ত চার নম্বর পলাতক আসামি। তিনি গত নয় বছর ধরে পালাতক ছিলেন। বোমা হামলার ওই ঘটনায় তার বিরুদ্ধে গুলশান ও বিমান বন্দর থানায় বিস্ফোরক আইনে দুটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে ১০ বছরের সাজা প্রদান করা হয়েছে।’
তুহিন মোহাম্মদ মাসুদ আরও বলেন, ‘সগির গাজীপুর, তুরাগ ও ভাটারা থানা এলাকায় দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল।’
সিরিজ বোমা হামলার ঘটনায় ২৫০ জনকে সাজা প্রদান করা হয়েছে। সাজাপ্রাপ্ত ৫৩ পলাতক আসামির মধ্যে সগির অন্যতম।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান