ঝিনাইদহ:কোটচাঁদপুর শহরে রেজিষ্ট্রেশন বিহীন সিটি ক্লিনিকে অপারেশনের টেবিলেই মারা গেলেন শাহানারা খাতুন (৩৫) নামে এক প্রসুতি তিনি মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের লিটন মিয়ার ছেলে।৩৩ বিসিএস এর ডাক্তার বনি আমিনের ভুল চিকিৎসায় মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু ঘটে।এ ঘটনায় ক্লিনিক মালিক মোহাম্মদ আলীসহ স্টাফরা ক্লিনিক বন্ধ করে গাঢাকা দিয়েছেন। ঝিনাইদহের সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম খবরের সত্যতা স্বীকার করে জানান, মঙ্গলবার সকালে প্রসুতি শাহানারা খাতুনের তৃতীয় সিজার করার জন্য রেজিষ্ট্রেশন বিহীন সিটি ক্লিনিকে ভর্তি করা হয়। বিকালে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের ৩৩ বিসিএস এর ডাক্তার বনি আমিন তাকে অপারেশন করেন।
তিনি আরো বলেন,শুননেছি অপারেশনের টেবিলেই প্রসুতির মৃত্যু ঘটে।বিষয়টি তদন্তে তিনি কোটচাঁদপুরে যাবেন বলে শীষ নিউজকে তিনি জানিয়েছেন। নিহতের স্বজনরা অভিযোগ করেন,কোন রকম পরীক্ষা নিরীক্ষা ছাড়াই শাহানারাকে অপারেশন করা হয়।অপারেশনের টেবিলে মৃত্যুর পরও ক্লিনিক কর্তৃপক্ষ প্রতারণার আশ্রয় নিয়ে রোগীকে যশোর হাসপাতালে নিয়ে যেতে বলেন এবং এ্যম্বুলেন্স ঠিক করে তড়িঘড়ি করে পাঠিয়ে দেয়।
এ বিষয়ে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মদ কবীর জানান, তিনি শুনেছেন অবৈধ সিটি ক্লিনিকে এক প্রসুতি মারা গেছেন।তবে এখনো কেও মামলা করতে আসে নি।মামলা হলে ক্লিনিক মালিকসহ ডাক্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান