চট্টগ্রাম : চট্টগ্রামের সন্দ্বীপে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফতারকৃত যুবলীগ নেতা ও তাঁর দুই সহযোগীকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য ৩দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার সকালে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. বেলাল উদ্দিন আদালতে শুনানী শেষে তাদেরকে ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তারা হলেন, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহেদ উল্লাহ, তাঁর দুই সহযোগী মানিক মিয়া ও নীরব মিয়া।
সন্দ্বীপ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. সাইফুদ্দিন জানান, পুলিশ গ্রেফতারকৃত তিনজনকে আদালতে হাজির করে ৪দিনের রিমান্ডের আবেদন করেন। আদালতে শুনানি শেষে তাদের প্রত্যেকের ৩দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
সোমবার সন্দ্বীপের হারামিয়া এলাকায় র্যাব অভিযান চালিয়ে ২৩টি অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একটি একে ২২, দুটি বিদেশি পিস্তল, দুটি বিদেশি রিভলবার, চারটি ওয়ান শ্যুটারগান, নয়টি সিঙ্গেল ব্যারেল রাইফেল ও পাঁচটি পাইপগান রয়েছে।
সম্প্রতি সন্দ্বীপে এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা ও পশুর হাটে গুলি করে দুজনকে হত্যার ঘটনার পর র্যাব এই অভিযান চালায়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান