ডেস্ক: ফিফার সাবেক ভাইস প্রেসিডেন্ট জ্যাক ওয়ার্নারকে আজীবন ফুটবল সম্পর্কিত সব ধরণের কর্মকা- থেকে নিষিদ্ধ করা হয়েছে।
আজ মঙ্গলবার ফিফা এক বিবৃতিতে বলেছে, "মি. ওয়ার্নার সংস্থার নিয়ম কয়েকবার ভাঙ্গার জন্য দোষী সাব্যস্ত হয়েছেন।"
তিনি ক্যারিবিয়ান অ্যান্ড নর্থ অ্যান্ড সেন্ট্রল আমেরিকান ফুটবলের প্রধান ছিলেন।
ফিফার কর্মকর্তাদের ভেতর যাদের জড়িয়ে বিভিন্ন সময় দুর্নীতির অভিযোগ উঠেছে, জ্যাক ওয়ার্নার ছিলেন তাদের অন্যতম।
বিশেষ করে কাতারে বিশ্বকাপ নিয়ে তার নাম বার বার উচ্চারিত হয়েছে।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ৭২ বছরের ফিফার সাবেক এই ভাইস প্রেসিডেন্ট ২০১১ সালে ফুটবলের জগৎ থেকে নিজেকে সরিয়ে নেন।
পরে তার দেশ ত্রিনিদাদ-টোবাগোর স্বরাষ্ট্রমন্ত্রীত্বের পদ থেকে সরে দাঁড়ান।
কিন্তু জানুয়ারি মাসে দুর্নীতির অভিযোগে যে ১৪ জনকে মার্কিন বিচার বিভাগ অভিযুক্ত করেছে, তার মধ্যে অন্যতম জ্যাক ওয়ার্নার।
মি. ওয়ার্নারের বিরুদ্ধে সাতশো’ পঞ্চাশ হাজার মার্কিন ডলারের তহবিল তসরুফের অভিযোগ তদন্ত শুরু করে মার্কিন গোয়েন্দারা।
মি. ওয়ার্নারের নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।
ফুটবলের ওয়ার্ল্ড গভর্নিং বডি’র নৈতিকতা বিষয়ক কমিটি বলছে মি, ওয়ার্নার নানা রকমের অনেক অসদাচরণ বার বার করেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান