নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার পূর্ব কালাদি এলাকায় এক কিশোরী ধর্ষণের ঘটনায় মঙ্গলবার বিকেলে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। ধর্ষিত কিশোরীর বাবা আব্দুল আজিজ মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে ১৩ বছর বয়সের এক কিশোরীকে পূর্ব কালাদি গ্রামের আব্বাস আলীর ছেলে মিঠু (২৫) ২৭ সেপ্টেম্বর রাতে বাড়ি থেকে নিয়ে যায়। পরে পোনাব এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করে মিঠু পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ উদ্ধার করে প্রথমে স্থানীয় আল রাফি হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিশোরী এখন আশঙ্কামুক্ত। মিঠু পলাতক রয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান