চট্টগ্রাম : ঈদুল আজহায় নগরীর বাসাবাড়ি, ও ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির পরিকল্পনার অভিযোগে ৫ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মো.জিসান(২৩), মো. রুবেল(২৮), মো.মানিক (২৭), মো.বেল্লাল (২২) এবং মো. রুবেল(২৫)।
নগরীর আকবর শাহ থানা পুলিশ সোমবার সন্ধ্যায় আন্তজেলা চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি দোনলা বন্দুক, একটি এলজি ও পাঁচ রাউন্ড কার্তুজ এবং তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশ বলেন, ঈদুল আজহাকে টার্গেট করে ডাকাত চক্রটি নগরীতে এসেছিল। ঈদের ছুটির সময় তারা কোথাও কোন অঘটন ঘটিয়েছে কিনা তা খোঁজখবর নিচ্ছি।
ওসি জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাঁচ ডাকাতকে আকবর শাহ থানার শাপলা আবাসিক এলাকার বাগান বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তারা সেখানে ডাকাতির প্রস্ততি নেয়ার জন্য জড়ো হয়েছিল। এ ব্যাপারে অস্ত্র ও ডাকাতি আইনে আকবর শাহ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান।