ডেস্ক: মালদ্বীপের কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের ভাগ্য নির্ধারণে লড়ছে দুই ব্রিটিশ আইনজীবী।
এরা হলেন- একজন সাবেক বৃটিশ ফার্স্টলেডি চেরি ব্লেয়ার। অপরজন হলিউড অভিনেতা জর্জ ক্লুনির স্ত্রী আমাল ক্লুনি।
মিসেস ক্লুনি নাশিদকে মুক্ত করার চেষ্টা করছেন। মালদ্বীপে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম এ প্রেসিডেন্টের পক্ষে সমর্থন রয়েছে ব্রিটিশ সরকারের।
অপরদিকে, নাশিদের মুক্তির বিপক্ষে লড়ার জন্য চেরি ব্লেয়ারকে আকর্ষণীয় ফি দিচ্ছে মালদ্বীপের স্বৈরতান্ত্রিক সরকার।
কিন্তু আমাল ক্লুনি নাশিদের পক্ষে লড়াই করছেন বিনামূল্যে।
এ বছরের শুরুতে সন্ত্রাসবাদের অভিযোগে নাশিদকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি নাশিদের মুক্তির ইস্যুতে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুগো সয়্যার চেরি ব্লেয়ারকে ঢুকতে দেননি বলে গণমাধ্যমে খবর আসে।