বাংলার খবর২৪.কম: বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদে গেলে একটি বিশেষ দলের বিচার হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার বিকেলে শাহবাগের পাবলিক লাইব্রেরিতে আমরা ক’জন আয়োজিত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, জনগণের প্রতিনিধিত্বহীন সংসদে বিচারপতিদের অভিশংসন বিল বিএনপি সমর্থন করে না। এই বিলের মাধ্যমে একটি বিশেষ দলের বিচার করা হবে। তাই দেশের জনগণও এটিকে মেনে নেবে না।
বক্তব্যের শুরুতে মির্জা ফখরুল শিক্ষার্থীদের কাছে জানতে চান তিনি রাজনৈতিক বক্তব্য দেবেন কি না। এ সময় হল ভর্তি শিক্ষার্থীরা সমস্বরে না উচ্চারণ করলেও পরে তিনি রাজনীতি নিয়ে বেশ কিছু কথা বলেন। তিনি বলেন, সংসদের হাতে বিচারপতিদের অপসারণ ক্ষমতা গেলে বিচারপতিরা ন্যায়বিচার করতে পারবেন না। জনগণ সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার থেকে বঞ্চিত হবেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, বর্তমান সংসদের সদস্যরাতো নির্বাচিত নন। তাদের সিদ্ধান্ত জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।
সরকারি সিদ্ধান্তের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে জাপানকে সমর্থন করে বাংলাদেশ প্রার্থিতা প্রত্যাহার করেছে। অথচ ১৯৮৯ সালে জিয়াউর রহমানের নেতৃত্বে জাপানকে হারিয়ে একই পদে জয় পেয়েছিল বাংলাদেশ। জাপান আমাদের বন্ধুরাষ্ট্র। তারা যে প্রতিশ্রুতি বাংলাদেশকে দিয়েছে, তা তারা রক্ষা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, তোমাদের রাজনীতি করতে বলছি না, তবে তোমাদের রাজনীতি সচেতন হতে হবে। আমাদের অনেক হতাশা, দুঃখ, কষ্ট আছে এসব কাটিয়ে পড়াশোনা করে সামনে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, দারিদ্র্যতা আর হতাশার হাত থেকে দেশকে টেনে তুলতে হবে। গুম-খুন অপহরণকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তোমাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে।
মির্জা ফখরুল বলেন, তার পরিবার শিক্ষকের পরিবার। তাই যখন এ ধরনের অনুষ্ঠানে আসি, তখন মনে হয় নিজের পরিবারে এসেছি।
সংগঠনের চেয়ারম্যান বিএনপির অর্থবিষয়ক সম্পাদক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন শিক্ষার্থীরা।